বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে সমাবেশ
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সোমবার বিকেলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শহীদ জিয়ার সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। তিনি ভবিষ্যতে বিএনপি সরকার গঠিত হলে এই দাবিগুলো পূরণে কাজ করবে বলে আশ্বাস দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আইডিইবি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। ৭ দফা দাবির মধ্যে রয়েছে:
১. প্রকৌশল কর্মক্ষেত্রের দায়িত্ব বিভাজন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপযুক্ত পদ সংরক্ষণ,
২. একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক পদে যথাযথ নিয়োগ,
৩. পদোন্নতি বৃদ্ধির দাবি,
৪. জনবল কাঠামোতে দক্ষ জনবল হার নির্ধারণ,
৫. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ও কারিকুলাম আধুনিকায়ন,
৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার সুযোগ ও মেধাবৃত্তি বৃদ্ধি,
৭. পূর্বে উত্থাপিত ৬ দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
সমাবেশে ছাত্র-শিক্ষক পেশাজীবীরা তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
