প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩১

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান, দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার রিপন চন্দ্র মণ্ডল (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান যোগে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের নানা স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপরে