প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৫

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল–তিনদীঘি সড়কের কুর্ণিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকারিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই রাতে ৮–১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তল্লাশি করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দুটি স্টিলের লাঠি এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

উপরে