প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৯

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদী জেলা সংবাদদাতাঃ
নরসিংদীতে রেললাইনের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্রীনিধী রেলস্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা রেললাইনের মাঝখানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, মরদেহে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখনো তার নাম-পরিচয় শনাক্ত হয়নি। শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

উপরে