প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৪

সোনাতলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

উপজেলা সংবাদদাতা, সোনাতলা, বগুড়াঃ
সোনাতলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

 

সোনাতলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক সভার সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনাতলা সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শফিক, উপজেলা ও থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সকলের উৎসব, তাই এটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা অপরিহার্য। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাপনী বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সোনাতলার মাটিতে যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, তা বজায় রেখে দুর্গাপূজা উদযাপন হবে। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সভা শেষে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

উপরে