প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৭
সাংবাদিক বাদলের উপর হামলায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নিন্দা
জালাল উদ্দিন, রংপুর ঃ
রংপুর সিটি কর্পোরেশন অবৈধভাবে অটোরিকশার লাইসেন্স বাণিজ্যের পাঁয়তারা শিরোনামে গত ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক, একুশে টিভি, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউন এর রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এর উপর কাচারী বাজার কোর্ট মসজিদের সামনে গত ২১ সেপ্টেম্বর দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে মব তৈরি করে হামলা করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে নিয়ে মানসিকভাবে নির্যাতন করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালসহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে ঘটনার হুকুমদাতা ও সন্ত্রাসীকে আটক করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়েছে।
