রংপুরে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
রংপুরে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমতাজুল হক এর অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের আয়োজনে বিদ্যায় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যায়ের জমিদাতা আলহাজ্ব মোঃ সফিয়ার রহমান (রাজা। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সদস্য সচিব জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনের প্রার্থী মোঃ মাহবুবার রহমান মাহাববু, রংপুর পিটিআই কলেজের সুপারিনটেনডেন্ট নিরেশ চন্দ্র মুখার্জী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, ক খ মোঃ আলাওলা হাদী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অতিকুল রহমান, রংপুর মেট্রো কোতয়ালী থানার ওসি মোঃ আতাউর রহমান, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মেরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বোরজাহান কবীর।
