প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৯
রংপুরে র্যাব মহাপরিচালক: পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে র্যাব-পুলিশ ও সেনাবাহিনী
রংপুর সংবাদদাতাঃ
রংপুরে ৩১ হাজার ৫৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ বাজারের তালতলা রোডস্থ করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শনে এসে অতিরিক্ত আইজিপি, র্যাব ফোর্সেস মহাপরিচালক একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, সকল পূজা মণ্ডপে দায়িত্বশীলদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তিনি সতর্ক থাকায় এবং সহযোগিতা থাকলে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত মানুষ কোনো সুযোগ পাবে না উল্লেখ করেন।
মহাপরিচালক জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার মূল কার্যক্রম শুরু হবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর র্যাব ও পুলিশ মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় থাকবে। এবারের পূজায় র্যাব-পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে দায়িত্ব পালন করবে।
পরিদর্শনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, র্যাব-১৩ অধিনায়ক মনজুর করিমসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ ও র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
