প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৩
এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ
নওগাঁর ধামইরহাটে এনসিপির উদ্যোগে নিউইয়র্কে এনসিপির মুখ্য সমন্বয়ক আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. আব্দুর রহমান।
এ সময় হামলাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন নওগাঁ জেলা এনসিপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. নুর আলম, উপজেলা সমন্বয় কমিটির প্রধান মো. মাহফুজার রহমান চৌধুরী রুবেল, উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. রাকীব হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
