প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৭
বগুড়ায় এনডিএফ’র সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সোমবাররাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি(সা:) বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন। ছবি বিজ্ঞপ্তির
: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার আয়োজনে সোমবার রাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি (সা:) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনডিএফ বগুড়ার সভাপতি ডা. লিয়াকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন।
প্রধান আলোচক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রাসুলুল্লাহ (সা:) সমাজ ও রাষ্ট্রে ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ হিসেবে কাজ করেছেন। চিকিৎসক ও বিশ্বাসী হিসেবে আমাদেরও দায়িত্ব মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা।
এছাড়া প্রধান অতিথি ডা. মাহমুদ হোসেন চিকিৎসকদের আহ্বান জানান, তারা রাসুলের আদর্শ ধারণ করে বাংলাদেশের উন্নয়নে অংশ নিক। সেমিনারে সিরাত বিষয়ক পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. বাপ্পা আজিজুল। এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহবুবুর রহমান সরকার এবং বিশিষ্ট সার্জন ডা. সলিমুল্লাহ আকন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সেমিনারের সঞ্চালনা করেন অর্থোপেডিক সার্জন ডা. সেলিম রেজা। অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়।
