প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪৬
সিংড়ায় প্রতিভা বিকাশে নাটিকা ও নৃত্য প্রতিযোগিতা
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ
নাটোরের সিংড়ায় ধরাইল থিয়েটারের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নাটিকা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন, সহ-সভাপতি সুনিল কুমার সরকার, কবি সুমন প্রামাণিক ও কবি আব্দুল করিম।
নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী হন ঋতু, বিথী দেব, পাপ্তী চাকী, রাশি ও জয়া। নাটিকা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নুসরাত, ঋতু, মরিয়ম, অনামিকা, জিন্নাত, শ্রাবনী, রাখী, নিঝুম ও এষা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন আয়োজন করা হবে।
