প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪৮

কাহালুতে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, কাহালু, বগুড়া
কাহালুতে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার কাহালুতে দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন—কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা গ্রামের মৃত আলতাব আলী মণ্ডলের ছেলে মাহমুদ নুর জামাল ওরফে জুয়েল (৪৮) এবং একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলী (৩০)।

থানা পুলিশ জানায়, কাহালু থানার এনজিআর মামলা নং-৬৪/২০২৩ এ আদালত আসামি জুয়েল ও হাসান আলীকে ১ বছর ২ মাস করে সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিলেন। গতকাল গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উপরে