প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৫৩
ধামইরহাটে জামায়াতের সদস্য সংগ্রহ কার্যক্রম
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর শাখার উদ্যোগে নিমতলী মোড়ে এ কর্মসূচি শুরু হয়। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই কার্যক্রম সারাদিন শান্তিপূর্ণভাবে চলে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির এবং নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার মো. ইসমাইল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।
