প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৫৪

রাজশাহীত জেএফএ বালিকা ফুটবলের ফাইনালে রংপুর ও ঠাকুরগাঁও

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীত জেএফএ বালিকা ফুটবলের  ফাইনালে রংপুর ও ঠাকুরগাঁও

জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা  ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে   রংপুর ও ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে  রংপুর জেলা বালিকা ফুটবল দল  ২-০ গোলের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। 

প্রথম সেমিফাইনালের ম্যাচ শুরুর ১৪ তম মিনিটে রংপুরের মিথিলা প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এর পরের গোলটি আসে ১৭ তম মিনিটে অনন্যার পা থেকে। পরবর্তীতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকলেও কোন দলই আর গোল করতে না পারায় রংপুর ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ের ফলে রংপুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। ফাইনাল শেষে রংপুর জেলা বালিকা ফুটবল দলের অধিনায়ক নীলা জানায়,ফাইনালে উঠতে পেরে সে এবং তার দলের সকল সদস্য অত্যন্ত খুশী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তার দল ফাইনাল খেলতে নামবে।

দ্বিতীয় সেমিফাইনালের একতরফা ম্যাচে ঠাকুরগাঁও  জেলা বালিকা  ফুটবল দল রুনার হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলের বড় ব্যবধানে ময়মনসিংহ  জেলা বালিকা  ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ঠাকুরগাঁও ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ঠাকুরগাঁও  আরও চারটি গোল করে। রুনা হ্যাটট্রিকসহ একাই করে ৪ টি  গোল। এছাড়া মনিসা ও ঝুমুর একটি করে গোল করে।

ম্যাচ শেষে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দলের অধিনায়ক রুনা জানায়, ফাইনালে উঠতে পেরে খুব ভালো লাগছে। রাজশাহীর এই মাঠ খুবই চমৎকার। ফাইনালে তারা রংপুরকে হারাতে পারবে বলে তার দলের সদস্যরা মনে করে। সেই লক্ষ্যেই তার ফাইনাল খেলতে নামবে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কথা হয় ম্যাচ কমিশনার সরকার ছগির আহমেদের সাথে। তিনি জানান, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের এই মাঠ খুবই চমৎকার। মাঠটি ফুটবল খেলার সম্পূর্ণ উপযোগী। এ মাঠে তো বিপিএলও হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

উপরে