প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০০
নন্দীগ্রাম থানায় নয়া ওসি ফাইম উদ্দিনের যোগদান
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে মো: ফাইম উদ্দিন। গত মঙ্গলবার রাতে তিনি নন্দীগ্রাম থানায় নয়া ওসি হিসেবে যোগদান করেন। তিনি এর আগে বগুড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখানে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন। কথা হলে নবাগত ওসি ফাইম উদ্দিন সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ঠ থাকবো। এবিষয়ে সাংবাদিক, রাজনৈতিকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।
