প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৪

গাবতলীতে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

সন্দেহের তীর শশুরবাড়ীর দিকে
নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে অটোভ্যান  চালকের লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সিরাজুল ইসলাম (৪১) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের অভিভাবকরা সন্দেহের তীর ছুঁড়েছেন শশুরবাড়ীর দিকে। ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে গাবতলীর কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে। 
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মৃত জয়নাল মোল্লার ছেলে সিরাজুল ইসলাম বিগত ২৩বছর আগে গাবতলীর কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে আব্দুল বাছেদের মেয়ে ফাইমা আকতারকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ১ ছেলে ও ১ মেয়ের জন্ম হয়। সিরাজুল তার ছেলেকে বিয়েও দিয়েছেন। গত সাড়ে ৩মাস আগে সিরাজুল তার শশুর বাড়ীতে জামাই হিসেবে বসবাস শুরু করেন। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সিরাজুল ও তার স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে
বাড়ী হতে কোয়াটার কিলোমিটার দুরে ধানক্ষেতের পাশে সিরাজুলের মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে  নিহত সিরাজুলের মা বিলকিছ বেগম, ছেলে ফরহাদ ইসলাম, বড়বোন শেফালী আকতার ও ভগ্নিপতি শহীদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহত সিরাজুলের স্ত্রী-কন্যা, দুই সমন্ধি, চাচা শশুর, স্থানীয় ইউপি সদস্যসহ শশুরবাড়ীর অনেকেই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। সিরাজুলকে মেরে ফেলার পর থেকেই ওই অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন।’ এ ব্যাপারে গাবতলী থানার তদন্ত ওসি আবু মুসা সরকার জানিয়েছেন, ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যাকান্ড নাকি অন্যকিছু। মৃত সিরাজুলের ভাগিনা সাজু ইসলাম বাদী হয়ে একটি ইউডি মামলা দাখিল করেছেন। লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।    

 

উপরে