প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৮

ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় ২০ হাজার পিস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি কার্টনে কয়েলের প্যাকেটের ভিতরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবার চালান পাঠানো হয়। প্রেরকের দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এতে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ সন্দেহের উদ্রেক হলে জেলা প্রশাসনের সহায়তা চায়।

পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কার্টনটি খোলেন। তল্লাশির পর সেখানে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, “প্রাথমিকভাবে একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে ইয়াবা চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপরে