প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১১

হাতির পিঠে চড়ে বিদায় জানানো হলো ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনকে

খবর বিজ্ঞপ্তিঃ
হাতির পিঠে চড়ে বিদায় জানানো হলো ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনকে

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপনকে বুধবার বিকেলে এক অনন্য উপায়ে বিদায় জানানো হয়। কলেজের সন্মান ও কৃতজ্ঞতা স্বরূপ তাকে হাতির পিঠে চড়ে বিদায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় হাজারো মানুষ উপস্থিত থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দোয়া করেন।

বিদায়ী অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপন তাঁর ৩১ বছরের কর্মজীবনে শিক্ষা ও মানবিকতার মাধ্যমে পুরো এলাকা আলোকিত করেছেন। বিদায় অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন পরিবেশের সমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট নূর-এ-আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এবং কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মিল্লাত হোসেন মিঠু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদায়ী অধ্যক্ষের সহধর্মিনী মনিজা বেগম, সন্তান আদনান সৌরভ, চন্দন ভাইশা, কলেজের উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী, গভর্নিং বডির সদস্যগণ মোঃ মহসিন আলী, মোঃ আজিজুল হক, অধ্যাপক আব্দুল বাসেদ, আব্দুল ওয়াদুদ, উম্মে কুলসুম শাপলা, এবং স্থানীয় প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও জনগণও উপস্থিত ছিলেন। কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মিল্লাত হোসেন মিঠু বলেন, “একজন শিক্ষকের সন্মান জানাতে তাকে হাতির পিঠে চড়ে বিদায় দেওয়া হলো। তিনি তাঁর কর্মজীবনে এলাকার মানুষকে আলোকিত করেছেন।”

বিদায়ী অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপন বলেন, “আমি কখনো ভাবিনি এতো সম্মান পাবো। এলাকার মানুষজন আমার বিদায়ের খবর শুনে খাবার রান্না করে নিয়ে এসেছে। এ আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।”

উপস্থাপন করেন হাবিবুর রহমান আকন্দ ও মিজানুর রহমান।

উপরে