প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৪
শাজাহানপুরে বাসচাপায় ভিক্ষুক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
বগুড়া শাজাহানপুর সংবাদদাতাঃ
বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামে এক ভিক্ষুক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বেওয়া শাজাহানপুরের বামুনিয়া মন্ডলপাড়ার মৃত আঃ জব্বারের স্ত্রী। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়িয়া বাজারে বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
