রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে হার্ট সেন্টারের ৯০ দিনের সাফল্য ও বাইপাস সার্জারি পরিকল্পনা নিয়ে সেমিনার
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টারের ৯০ দিনের সাফল্য এবং আগামীতে হার্টের বাইপাস সার্জারি (Coronary Artery Bypass Grafting – CABG) চালুর পরিকল্পনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ মিনিটে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও স্বনামধন্য চিকিৎসাবিশেষজ্ঞরা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতাল, ঢাকা-এর কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. সোহেল আহমেদ। তিনি বলেন,
“রংপুর অঞ্চল একটি বিশাল পেশেন্ট ব্যাংক। এত রোগীকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। এখানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি অত্যাধুনিক ক্যাথল্যাব তৈরি করেছে এবং এই অঞ্চলের মানুষের হার্ট কেয়ারে নিবেদিতভাবে কাজ করছে এখানকার কার্ডিওলজিস্ট ও ডাক্তারবৃন্দ। আমরা এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আনন্দিত। হার্ট সার্জারির ক্ষেত্রে এভারকেয়ার হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার। সেমিনার পরিচালনা করেন রংপুর গ্রুপ ও হার্ট সেন্টারের চিফ কো-অর্ডিনেটর ও পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা। এছাড়া সমাদৃত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আজহারুল ইসলাম (আজাদ), ডা. হাসানুল ইসলাম এবং সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ-আল-মাহমুদ প্রমুখ।
উক্ত সেমিনারে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে আগামীতে রংপুরে হার্ট বাইপাস সার্জারি চালুর প্রস্তুতি, রোগীদের জন্য সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
