প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৬

বগুড়ার নন্দীগ্রামে সিলিংফ্যানে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে সিলিংফ্যানে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মুজাহিদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টায় ৪নং থালতাগ্রাম ইউনিয়নের বাগদহ এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মুত্তালেব হোসেনের ছেলে। প্রাপ্ত তথ্য জানা যায়, নিহত মুজাহিদের স্ত্রী সহ পরিবারের সবাই মুজাহিদের শালিকার বাড়িতে বেড়াতে যান, এর একপর্যায়ে এদিন দুপুর ১টাই সকলের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দুপুরের খাবার সময় মোজাহিদের আত্মীয় মুজাহিদের বাড়িতে এসে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নন্দীগ্রাম কুমিরা পন্ডিতপুকুর ফাঁড়ি পুলিশে খবর দিলে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। মায়নাতদন্তের পর জানা  যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 
উপরে