শিবগঞ্জে পিতার দেওয়া সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘী গ্রামে পিতার দেওয়া সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। বৃহস্পতিবার বিকেল ৩টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ঠান্ডা মিয়ার স্ত্রী আদরী বেগম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তাঁর স্বামী মো. ঠান্ডা মিয়া ফকির ৪৫-এর পিতা মোজাম্মেল হক ফকির জীবদ্দশায় শব্দলদিঘী মৌজায় খতিয়ান নং ২২০ ও ৭৮৯, দাগ নং ৯৩২, ১৪০২-এর অধীন প্রায় ১২ শতক পুকুরপাড় সংলগ্ন জমি দানপত্রের মাধ্যমে হেবা দলিল করে দেন। সেই জমিতে ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা রোপণ করে তাঁরা দীর্ঘ ২০-২২ বছর ধরে ভোগদখল করছেন।
কিন্তু একই এলাকার মৃত মোজাম্মেল হক ফকিরের আরও দুই ছেলে—মো. আব্দুল মান্নান ফকির ৬০, মো. আব্দুল হালিম বিপ্লব ৪০ এবং বিপ্লবের স্ত্রী মোছা. শারমিন বেগম ৩০ গায়ের জোরে উক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন আদরী বেগম।
তিনি বলেন, বিষয়টি নিয়ে শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা নং-৩৩৩ দায়ের করা হলে আদালত উভয় পক্ষকে জমিতে অনধিকার প্রবেশ না করার নির্দেশ দেন। এরপরও বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণের জন্য জমিতে ইট-বালু মজুদ রাখেন। এমনকি বাধা দিতে গেলে তাঁদের প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানায়ও অভিযোগ করা হয়। পুলিশ উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দিলেও বিবাদীরা সেটিও অমান্য করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
