শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ ও ভবানী মন্দিরে সচিবদের দিনব্যাপী সফর
দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়ার শেরপুর টাউন বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ বার্তা দেন।
এ সময় তিনি বলেন,
“বাংলাদেশের প্রতিটি নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম শিশুর মতোই যেন নিরাপদ থাকে। যেমন একটি শিশু মায়ের কাছে নিরাপদ থাকে, তেমনি এ দেশের মাটিতেও যেন সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারে। এজন্য সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
শেরপুর টাউন বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপ কমিটির আয়োজনে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মহন্তসহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, উপজেলা প্রকৌশলী আবদুল মজিদ, রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস. এম. শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে অতিথিরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন ১১ কিলোমিটার শেরপুর–ভবানীপুর সড়ক পরিদর্শন করেন। পরে তাঁরা উপজেলার ভবানীপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পীঠস্থান শ্রীশ্রী মা ভবানী মাতৃ মন্দিরও দর্শন করেন।
