প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৬
নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতের দাবি গোলাম রব্বানীর
উপজেলা সংবাদদাতা, শাজাহানপুর, বগুড়া
বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ন্যায্য নির্বাচন জরুরি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
গোলাম রব্বানী বলেন, জামায়াত সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে এবং অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা ভোটাধিকার হরণ হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, তারেকুল ইসলাম তারেক, মাওলানা আব্দুল মোমিন, প্রভাষক মাওলানা কাওসার আলী, অধ্যাপক গাজীউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
