প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১০

কমরেড আমিনুল ফরিদ সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

খবর বিজ্ঞপ্তিঃ
কমরেড আমিনুল ফরিদ সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

রংপুর থেকে ২৬ সেপ্টেম্বর: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ত্রয়োদশ কংগ্রেসে কমরেড আমিনুল ফরিদকে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রাজনৈতিক মহল ও শ্রমজীবী সংগঠনগুলো তাকে অভিনন্দন জানিয়েছে।

সিপিবি ১৯, ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চার দিনব্যাপী কংগ্রেসের আয়োজন করে। কংগ্রেসে রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা, রাজনৈতিক প্রস্তাবনা ও অর্থ রিপোর্ট অনুমোদন হয়। এরপর ৫২৩ জন প্রতিনিধি গোপন ভোটের মাধ্যমে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচিত করেন। নির্বাচনে কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি, আব্দুল্লাহ আল ক্কাফি রতন সাধারণ সম্পাদক ও কমরেড আমিনুল ফরিদ প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হাসান আলী শেখ, সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ কমরেড আমিনুল ফরিদকে অভিনন্দন জানিয়ে বলেন, “তার দক্ষ নেতৃত্বে দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম আরও বেগবান হবে।”

তারা আরও বলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব দেশের সাম্যের দাবিকে শক্তিশালী করবে এবং সামাজিক ন্যায় ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে।

উপরে