প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৫
            
            
        দুর্গাপূজায় বগুড়া চেলোপাড়ায় তারেক রহমান প্রদত্ত পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণ
                ষ্টাফ রিপোর্টার            
  
            
         
                    
                    
            
            শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শারদ উপহারস্বরূপ প্রায় দেড় হাজার মানুষের মাঝে পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের দক্ষিণ চেলোপাড়া শনি মন্দির প্রাঙ্গণে পৌরসভার বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের উদ্যোগে প্রতি বছরের মতো সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের উপহারস্বরূপ নতুন বস্ত্র সকলের হাতে তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় তিনি বলেন, আজ হাজার কিলোমিটার দূরে সেই শুধু সুদূর লন্ডনে থেকেও তাদের নেতা তারেক রহমানের অন্তর এই বাংলার সাধারণ জনগণের জন্য কাঁদে। বিএনপি সর্বদাই অসাম্প্রদায়িক চেতনার দল, যে দল কখনো মানুষে মানুষে ভেদাভেদ করে না। তাইতো পূজার আগে তারেক রহমানের নির্দেশেই তারা উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে ছুটে যাচ্ছেন।
এছাড়াও তিনি বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৮০ ভাগ জায়গা আওয়ামীলীগই বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে তারেক রহমানের হাত ধরেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী (হিরু), সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, আরাফাত রহমান সৃতি সংঘ বগুড়ার সাধারন সম্পাদক রবিউল হাসান দারুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, সহ-সাধারণ সম্পাদক প্রান্ত মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।         
        
        
        
		
        
		
        
        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                