প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১২

রংপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

জালাল উদ্দিন, রংপুর ঃ
রংপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ”টেশসই উন্নয়নে পর্যটন” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিউটিও) কর্তৃক “বিশ্ব পর্যটন দিবস” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল (২৭ সেপ্টেম্বর ২০২৫) শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম,  পুলিশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মোঃ  ছালেম শেখ , টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর  মোঃ রাজিবুজ্জামান বসুনিয়া, মোস্তাফিজুর রহমান, প্রদিপ কুমার রায় প্রমুখ। এ সময় পর্যটনের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিবারের মত এবারও এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে এ মন্ত্রণালয়ের আওতাধীন দুটি সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের আওতায় সকল জেলা-বিভাগীয় শহরগুলোতে পর্যটন সচেতনতামূলক গার‌্যালি, সভা-সমাবেশ এবং পর্যটন সংক্রান্ত নানামুখী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকার এ দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং সকল ধরণের পর্যটন উপযোগী অবকাঠামো নির্মাণে অঙ্গিকারবদ্ধ। বাংলাদেশ পর্যটন নীতিমালা ২০১০ এ টেকসই পর্যটন উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে যা এ বছরে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে। বাংলাদেশ পর্যটন করপোরেশন সকল বয়সী এবং শারীরিকভাবে অক্ষম পর্যটকদের সহজ গমনাগমন এবং রাত্রিযাপন এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে।

 

উপরে