বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রংপুর মহানগরের সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে পরিবর্তিত কারিকুলাম বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়। গতকাল (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় নগরীর মুলাটোল আলফাবেট ইন্টারন্যাশনাল স্কুল এর হলরুমে দিনব্যাপী কর্মশালায় কোতয়ালী থানার সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপত্বিতে রংপুর মহানগর শাখার সভাপতি ও সচিবের উপস্থিতিতে পরিবর্তিত কারিকুলাম বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সচিব মো. হুমায়ুন কবির রিপন, শিক্ষা সচিব শেখ মো. আজহারুল ইসলাম, রংপুর মহানগর শাখার সভাপতি মো. খায়রুল আলম, সচিব মো. জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক মো. আতিকুল ইসলাম আতিক, সহকারী শিক্ষক মাসুদ হায়দার হিল্লোল, শিবরাম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা ও রংপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জিয়াউল আহমেদ, সচিব (ভারপ্রাপ্ত), কোতয়ালী থানা। এছাড়াও কোতয়ালী থানা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও পরিবর্তিত কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ বাস্তব প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি সাধন করা সম্ভব।