প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৮

বগুড়ায় ভয়েস অব জুলাইয়ের আলোচনা সভা ও শহিদ পরিবারকে সম্মাননা

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় ভয়েস অব জুলাইয়ের আলোচনা সভা ও শহিদ পরিবারকে সম্মাননা

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভয়েস অব জুলাইয়ের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতন হলেও দুর্নীতি, বৈষম্য, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ন্যায়বিচারের সংকট কাটেনি। শহিদ ও আহতদের তালিকা প্রণয়ন ও বিচার কার্যক্রমও দৃশ্যমান হয়নি।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা, শিক্ষার্থী-যুব সমাজ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপরে