প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২০

কারিগরি শিক্ষা শহীদ জিয়ার সৃষ্টি : সাবেক এমপি লালু

খবর বিজ্ঞপ্তিঃ
কারিগরি শিক্ষা শহীদ জিয়ার সৃষ্টি : সাবেক এমপি লালু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, কারিগরি শিক্ষা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি। কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষার্থীরা আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে দক্ষ হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, জিয়ার জন্মভূমি গাবতলী দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এখানে কারিগরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ উপজেলাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের লোভ-লালসা পরিহার করে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

লালু আরও বলেন, জনগণের আস্থায় বিএনপি ক্ষমতায় এলে দেশমাতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা অপরিহার্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার গাবতলীতে নবনির্মিত কারিগরি কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, গাবতলী থানা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাবতলী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে