কুয়াকাটার সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা ও গবাদিপশু বিচরণে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ ও গবাদিপশু বিচরণের মাধ্যমে সদ্য রোপণ করা চারাগাছের ক্ষতিসাধনের অভিযোগে তিনটি পৃথক মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বন বিভাগ।
রবিবার বন আইন, ১৯২৭–এর ৬৭ ধারায় এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর মহিপুর রেঞ্জ ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে সংরক্ষিত বনে লক্ষাধিক বৃক্ষ রোপণ করা হয়। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বনের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও গবাদিপশু চারণ করিয়ে বিপুল সংখ্যক চারাগাছের ক্ষতি করছে।
এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম. মনিরুজ্জামান বলেন—
“বনের গাছ নষ্ট করা কিংবা অবৈধভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে না। বনভূমি সংরক্ষণে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অন্যদিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন—
“পরিবেশ, বন ও প্রকৃতি রক্ষায় আমরা সার্বক্ষণিকভাবে কাজ করছি। তবে কিছু অসাধু ব্যক্তির কারণে বন ধ্বংস হচ্ছে। এসব বন ধ্বংসকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে।”