প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ২৩:৩৪

গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাব্বির হাসান, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বগুড়া গাবতলীর বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের অনিয়ম-দুর্নীতি ও গোপনে কমিটির নির্বাচন আয়োজনের প্রতিবাদে গতকাল রোববার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি- সাব্বির হাসান, গাবতলী, বগুড়া।

বগুড়া গাবতলীর বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও শিক্ষার্থী-অভিভাবকদের সাথে দুর্ব্যবহার ও তথ্য গোপন করে ম্যানেজিং কমিটির নির্বাচন আয়োজনের প্রতিবাদে অপসারনের দাবীতে গতকাল রোববার স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের আয়োজনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ শেষে কমিটির নির্বাচন স্থগিত চেয়ে পুনরায় তফসিল ঘোষণার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইউএনও নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সভাপতি এনামুল হক, সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাদল, আব্দুল হালিম, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিলসহ শত শত নারী পুরুষ। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির নির্বাচনী কর্মকর্তা উপজেলা প্রোগ্রামার অফিসার নাঈম রেজা বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। 

 

বগুড়া গাবতলীর বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের অনিয়ম-দুর্নীতি ও গোপনে 
কমিটির নির্বাচন আয়োজনের প্রতিবাদে গতকাল রোববার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি- সাব্বির হাসান, গাবতলী, বগুড়া।

উপরে