প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫ ০০:৫৪

রাফিউল হায়দার সোয়াদ আহ্বায়ক, রেদওয়ান ইসলাম শুভ সদস্য সচিব; ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
রাফিউল হায়দার সোয়াদ আহ্বায়ক, রেদওয়ান ইসলাম শুভ সদস্য সচিব; ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া শহর শাখা থেকে ৮ নং ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দপ্তরে জমা দিতে হবে।

নতুন অনুমোদিত আংশিক কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন:

আহ্বায়ক: মোঃ রাফিউল হায়দার সোয়াদ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ জিহান হাসান নিশাদ
যুগ্ম আহ্বায়ক: মোঃ নূর-এ-আল সাদাত সামিত, মোঃ রিদয় আহম্মেদ অন্তর, মোঃ শেখ আলী আহমেদ রুকু, মোঃ হাবিব শেখ, মোঃ সাবিত হাসান, মোঃ সামিউল ইসলাম রাফিন, মোঃ তোফিক সাদিক, মোঃ রিফাত শেখ, মোঃ মাহবুব ইসলাম
সদস্য সচিব: মোঃ রেদওয়ান ইসলাম শুভ
সদস্য: মোঃ হাসানুল মুত্তাদির লাবিব, মোঃ রাফিউল ইসলাম ইয়াসিন, মোঃ গোলাম কিবরিয়া রিদয়, মোঃ সামির খান, শেখ সাকিন আহম্মেদ পাপান, মোঃ রিমন ইসলাম, অনুভব কুমার পাল, মোঃ জারিফ মাহমুদ, মেহেদী হাসান স্বর্ণ

গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে  বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদল সূত্রে জানা গেছে, আংশিক কমিটি অনুমোদনের উদ্দেশ্য হল ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং ছাত্রদলের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা। নতুন কমিটি অনুমোদনের পরও নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দপ্তরে জমা দিতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বগুড়া শহর ছাত্রদলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করবে এবং ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে আরও সক্রিয় করবে।

উপরে