প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ ২৩:২৯
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, আহত ১৭ আনসার সদস্য
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন ৪ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানোর অভিযানে এক হাজারেরও বেশি সদস্য কাজ করছেন। আহত ১৭ জনের মধ্যে নয়জনকে সিএমএইচে ও আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে পার্কিং স্ট্যান্ড ১৪–এর নিকটে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সদস্যরাও নেভানোর কাজে অংশ নিয়েছেন।
এ ঘটনায় কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুনের কারণে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।