প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ ০১:৩২
নন্দীগ্রামে লাভের আশায় মরিচ চাষ, দুর্বৃত্তের আঘাতে মরিচ চাষির মাথায় হাত
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পথে বসার উপক্রম ওই কৃষক মামুন আহমেদের। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম সোনারপাড়া এলাকায়। ধার দেনা করে ১৫ শতক জমিতে লাভের আশায় তুফান জাতের মরিচ চাষ করেছিলেন কৃষক মামুন আহমেদ। তিনি ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। কৃষক মামুন জানান, “প্রায় ৮০ হাজার টাকা খরচ করে অনেক যত্নে মরিচ চাষ করেছিলাম। আর তিন-চার দিনের মধ্যেই বাজারে তুলতে পারতাম। কিন্তু কে বা কারা রাতে এসে প্রায় পাঁচ শতক জমির ২৫০–৩০০টি মরিচ গাছ উপড়ে ফেলেছে।” মামুন আহমেদের হিসাব অনুযায়ী, ওই অংশে প্রায় ৩০ হাজার টাকার খরচ হয়েছে এবং মরিচ বিক্রি করে অর্ধ লক্ষ টাকার লাভ পাওয়ার আশা ছিল তার। তিনি বলেন, “আমার সব পরিশ্রম আর স্বপ্ন এক রাতে শেষ হয়ে গেল।”
ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যেও আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, কৃষকের প্রতি এমন ন্যাক্কারজনক শত্রুতা অন্যদের মনোবল ভেঙে দেবে। স্থানীয় কৃষক ফাইম হোসেন বলেন, “দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় না আনলে আমরা কেউই নিরাপদ নই। কৃষকের ঘাম মাটিতে মিশে যায়, এমন অন্যায় যেন আর না ঘটে।”
উক্ত ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, “ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। দুই থেকে তিনশ গাছ উপড়ে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।”
গ্রামবাসীর দাবি, ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নইলে এ ধরনের নাশকতা ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।