গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদোন্নতি উপলক্ষে বিদায় সংবর্ধনা

বগুড়ার গাবতলি মডেল থানার সহকারী সাব ইন্সপেক্টর [এএসআই] মোহাম্মদ আনোয়ার হোসেন সাব ইন্সপেক্টর [এসআই] পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ [ওসি] সেরাজুল হক । পদোন্নতির পর তিনি বদলিজনিত কারণে মানিকগঞ্জ জেলায় যোগদান করবেন।
রবিবার (১৯ অক্টোবর ) থানাপ্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ [ওসি] সিরাজুল হক। এ সময় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওসি সিরাজুল হক তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। সহকর্মীরাও আবেগঘন পরিবেশে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
পদোন্নতি পাওয়া সহকারী সাব -ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন গাবতলী মডেল থানায় দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সহযোগিতা ও জনগণের ভালোবাসা পাওয়ার কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।