জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে নওগাঁকে হারালো বগুড়া

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে বগুড়া নওগাঁকে পরাজিত করেছে।
গতকাল (২০ অক্টোবর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বগুড়া টাইব্রেকারে ৪-৩ গোলে নওগাঁকে পরাজিত করে।
ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে।
ম্যাচের প্রথমার্ধে বগুড়ার সাইদ প্রথম গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় বগুড়া। দ্বিতীয়ার্ধে নওগাঁর তানভীর আহমেদ গোল পরিশোধ করলে ম্যাচে সমতা ফিরে আসে। পরবর্তীতে উভয় দলই গোল করার চেষ্টা করলেও কোন দলই গোল করতে না পারায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে কোন দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বগুড়া ৪-৩ গোলে নওগাঁকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। বগুড়ার আল আমীন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সবুর আলী। জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম -সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।