প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ ০০:২২
রায়গঞ্জে প্রাণঘাতী দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদে নিরাপদ সড়ক ব্যবস্থা ও স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের আয়োজন করে সাহেবগঞ্জ বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ। সংগঠনের সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিনই পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। উল্টো পথে গাড়ি চলাচল ও অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গত ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান—যা এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তারা সতর্ক করে বলেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। বক্তারা সাহেবগঞ্জে একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ, নিয়মিত ট্রাফিক পুলিশ নিয়োগ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করেন। পরে মানববন্ধনকারীদের দাবির বিষয়ে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি বলেন, “মানবিক বিবেচনায় ও জনস্বার্থে এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক বিভাগের সঙ্গে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”