বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামাজগড় শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত নামাজগড় শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নামাজগড় ট্রাকস্ট্যান্ড প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রাসেল মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সরকার মুকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসু, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু খান, জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি রেজাউল বাড়ি বোরহান, সাধারণ সম্পাদক মিলন আনন্দ, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নয়ন, নামাজগড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবু সাঈদ শেখ, সাধারণ সম্পাদক জামালুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেন সবুজ ও দুলাল সোনার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাজাহান আলী।
এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি বিলাল মন্ডল, কার্যকরী সভাপতি নুর আলম জনি, সহ-সভাপতি এমদাদুল হক ইলিয়াস, সাধারণ সম্পাদক রাজু মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মিঠু মিয়া, কোষাধ্যক্ষ শ্রী সঞ্চয়, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, প্রচার সম্পাদক রনি মন্ডল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, সড়ক সম্পাদক রঞ্জু মিয়া, সদস্য বাদশা শেখ ও মজনু শেখসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
পরবর্তীতে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।