প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ ০০:৪৮

বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা — ক্ষুদে শিক্ষার্থীদের ১১৫টি প্রজেক্ট প্রদর্শন

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা — ক্ষুদে শিক্ষার্থীদের ১১৫টি প্রজেক্ট প্রদর্শন

ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী মেধার ঝলকে বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা।

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা মোট ১১৫টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত
বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোহবানী বাপ্পী

উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের তৈরি নানা প্রজেক্ট ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্ক চিন্তা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন।

মেলায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ে তৈরি করা হয় ব্যতিক্রমী প্রজেক্ট।
এগুলোর মধ্যে ছিল বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, রোবটিক সিস্টেম, সৌরশক্তিচালিত মডেল ও পরিবেশবান্ধব প্রযুক্তি।

কিছু শিক্ষার্থী উপস্থাপন করে ট্রেন দুর্ঘটনা প্রতিরোধক যন্ত্র, আধুনিক কৃষি ব্যবস্থা, চোর শনাক্তে লেজার এলার্ম, সোলার পাওয়ারে ইমারজেন্সি পাওয়ার সাপ্লাই, এমনকি শত্রুর মিসাইল ধ্বংসে সক্ষম প্রতিরক্ষা মিসাইল মডেল
এসব প্রদর্শনী অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অতিথিরা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে তুলতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন,

“শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্যই এ আয়োজন। আমরা চাই তারা শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্ভাবনী চিন্তা দিয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রায় অবদান রাখুক।”

দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উপরে