প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ ০১:৪৪

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় অগ্রণী ব্যাংকে তারুণ্যের উৎসব উৎযাপন

নিজস্ব প্রতিবেদক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় অগ্রণী ব্যাংকে তারুণ্যের উৎসব উৎযাপন
বগুড়ার অগ্রণী ব্যাংক পিএলসি তিন মাথা শাখার আয়োজনে  ২২অক্টোবর বুধবার সকাল ১১টায় তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ পালন করা হয়েছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, বগুড়া অগ্রণী ব্যাংক পিএলসি তিনমাথা রেলগেট শাখা ব্যাবস্থাপক মোঃ আনোয়ার সাদাত আলো। সঞ্চলনা করেন সিনিঃ অফিসার মোঃ হারুনূর রশিদ। এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: আনোয়ার হোসেন,সহকারী অধ্যাপক ভূগোল বিভাগ, বগুড়া আদর্শ কলেজ। সভাপতিত্ব বক্তব্য প্রদানকালে বগুড়া অগ্রণী ব্যাংক পিএলসি তিনমাথা রেলগেট শাখা ব্যাবস্থাপক মোঃ আনোয়ার সাদাত আলো বলেন,
সকল প্রকার শোষণ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুব সমাজই ভবিষ্যতের পথপ্রদর্শক। এজন্য তরুণ সমাজকে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।তিনি আশা প্রকাশ করেন যে একটি বৈষম্যবিহীন সমাজ বিনির্মানে তারণ্য উৎসব ২০২৫ তরুন ও যুব সমাজের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ করবে, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করবে এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।
 এই সময় আরো উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের আরো অন্যন্যা কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক তরুণ-তরণী। যাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
উপরে