বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

২২ অক্টোবার বুধবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায়-অসুস্থ রোগীদের কে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের শিল্পী খাতুন, বগুড়া শাজাহানপুর উপজেলার যুবদল নেতা নাজমুল হক বাবুর মা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কুটামোহিন গ্রামের আব্দুল হালিম, কলাকোপা গ্রামের আফসার আলীসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অসহায়-অসুস্থ রোগীদের কে দেখেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অফিস সহকারী মোঃ রুহুল ইউসুফ মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।