প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ ০১:৫০

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
"মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 
 
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল ১০টার পরে র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালের সামনে শেষের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা  আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেহদী খান,
ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জামিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, নিরাপদ সড়ক চাই জেলার কমিটির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বিভিন্ন সরকারি - বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 
 
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন হবে। 
উপরে