বগুড়ায় মানুষের মাথার চুল চুরি মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে দোকানের শাটার ভেঙে মানুষের মাথার চুল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চুলের ৫১০ গ্রাম।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুর রহিম প্রামানিক (৫২)। তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলছ জয়দেবপুর গ্রামের মৃত হশমত প্রামানিকের ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার শিববাটী বাজারে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিম, হাঁস-মুরগি ও মানুষের মাথার চুল কেনাবেচার ব্যবসা করে আসছেন। গত ১৮ অক্টোবর রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। গভীর রাতে চোরের দল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ থেকে ৩০ কেজি মানুষের মাথার চুল চুরি করে নিয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার পর নজরুল ইসলাম বাদী হয়ে তিলছ জয়দেবপুর গ্রামের আব্দুর রহিম প্রামানিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রহিম প্রামানিককে গ্রেপ্তার ও চুরি যাওয়া চুলের মধ্যে ৫১০ গ্রাম উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হজরত আলী জানান, গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।