র্যাবের যৌথ অভিযানে সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত সিরাজগঞ্জের কামারখন্দে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নাইম হোসেন (২০)–কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার ভোরে র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ অভিযানে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নাইম হোসেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের মো. রহমত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর সকালে কর্ণসুতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার (১৪) কলম কেনার উদ্দেশ্যে বের হন। পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা নাইম হোসেন ও তার সহযোগীরা কিশোরীকে জোর করে তুলে নিয়ে কামারখন্দ উপজেলার একটি রেস্টুরেন্টে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা সন্ধ্যায় খাদিজাকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে পান এবং পরে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরলে ভিকটিম ঘটনার বিস্তারিত জানায়।
এ ঘটনায় ভিকটিমের মা কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০/৯(১) ধারায় মামলা করেন। এরপর থেকেই প্রধান আসামি নাইম পলাতক ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাইমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।