প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ ২৩:৪০
রায়গঞ্জে ভেজাল চিপস তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
আমিনুল ইসলাম হিরো

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রঙ ও রাসায়নিক মিশিয়ে চিপস উৎপাদনের দায়ে এক খাদ্যপ্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রৌহা ধানগড়া এলাকায় অবস্থিত “মেসার্স সোনার বাংলা পটেটো চিপস” কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে লেবেলবিহীন ক্ষতিকর রঙ, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার করে চিপস উৎপাদন করা হচ্ছিল। এছাড়া উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে টাস্কফোর্সের সদস্য, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।