প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫ ২৩:৪১
গাবতলীতে ফোকাস সোসাইটির ৩১তম বার্ষিক সাধারণ সভা
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে ৩১তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। ছবি-সংবাদদাতা
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোকাস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক অব: মো: সৈয়দজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইনডিপেন্ডডেন্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মনিরুল ইসলাম মনির, সমন্বয়কারী (নীরিক্ষা) অপূর্ব মোহন তালুকদার, সিনিয়র উপ-সমন্বয়কারী শফিকুল আলম, উপ- সমন্বয়কারী (নীরিক্ষা) শামীম হোসেন, সহ-সমন্বয়কারী (আইটি) সুমন মিয়া, সহ-সমন্বয়কারী (অর্থ ও হিসাব) রকিবুল হাসান।