বগুড়া পুলিশ লাইন্স স্কুল মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার ও লিফলেট বিতরণ
দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। প্রতিবছর কত নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং কতজন মারা যাচ্ছেন এর সঠিক তথ্য সরকারের কাছে নেই। ফলে বাংলাদেশকে এখনও আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে নির্ভর করতে হচ্ছে। সে অনুযায়ী প্রতিবছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়। “জেগে উঠুন, জেনে নিন”— প্রতিপাদ্য নিয়ে রোটারী ক্লাব অব বগুড়া ও ইনার হুইল ক্লাব অব বগুড়ার যৌথ আয়োজনে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোছাঃ সোহেলা পারভীন, সহকারী অধ্যাপক, অবস্ এ্যান্ড গাইনী বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া। সেমিনারে বক্তব্য প্রদান করেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউর রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদ্যাপন কমিটির চেয়ারম্যান রোটা. মো. মাহবুব সাঈদী প্রিন্স, কো-চেয়ারম্যান রোটা. ইয়াসমিন হাসান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হক, উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ইনার হুইল ক্লাব অব বগুড়ার ক্লাব প্রেসিডেন্ট শামসুন নাহার শিমু, চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ ফজিলাতুন্নেছা। সেমিনারে বক্তারা বলেন, স্তন ক্যান্সার শুধু যে নারীদেরই হয় তা কিন্তু নয়, পুরুষেরও হতে পারে এই দূরারোগ্য ব্যাধি। যদিও নারীদের মধ্যেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে পুরুষদেরও সচেতন থাকতে হবে। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক নারী-পুরুষ স্তন ক্যান্সার নিয়ে খোলামেলা আলোচনা করেন না। যার ফলে দূরারোগ্য এই ব্যাধি মারাত্মক আকার ধারণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বগুড়ার আইপিপি নাসরিন সুলতানা, ভাইস প্রেসিডেন্ট (২) সম্পা ইসলাম, ট্রেজারার মনোয়ারা খানম, ক্লাব করেসপন্ডেন্ট নুরদিয়া জাহান লিটা, সদস্য মিতা নূর, রোটারী ক্লাব অব বগুড়ার উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট ববিতা রানী বর্মন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোরশিদা খাতুন, ক্লাব সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. তৌশিক-এ-জাহেদী (রাজিত), রোটা. মো. আব্দুছ ছামাদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান।বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালন করা হয়। এ বিষয়ে বক্তারা আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি নারীদের স্বাস্থ্য সচেতনতায় ইতিবাচক প্রভাব ফেলবে।
