প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫ ০২:০৩

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ কমিশনার রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি কিশোর অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নেও আরও তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনা শেষে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এ সময় পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, রাজপাড়া থানার এসআই (নি:) মো. তাজউদ্দিন, সার্জেন্ট মো. তোফায়েল আহমেদ এবং বোয়ালিয়া থানার এএসআই (নি:) মো. আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপরে