প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫ ০২:০৬

শেরপুরে সামিট স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এএমআর সচেতনতা কর্মসূচি

এনামুল হক, শেরপুর, বগুড়া থেকে
শেরপুরে সামিট স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এএমআর সচেতনতা কর্মসূচি

“এসো সবাই মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স প্রতিরোধ গড়ে তুলি”—এই স্লোগানে মুখরিত ছিল বগুড়ার শেরপুরের সামিট স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় ‘এ এম আর স্কুল অ্যাওয়ারনেস অ্যান্ড বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ২০২৫’, যেখানে অংশ নেয় শত শত শিক্ষার্থী।

অনুষ্ঠানে ৭৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) বিষয়ে সচেতনতামূলক বই। শিক্ষার্থীদের মুখে উৎসাহ, আর চোখে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার দৃঢ় প্রতিশ্রুতি।

এই আয়োজনের উদ্যোগ নেয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়, সার্বিক সহযোগিতায় ছিল সামিট স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মরুময় সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, ডা. সুমাইয়া ফেরদৌস (আর্মি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল), ডা. তাওহীদ মাহমুদ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), সাইফুল ইসলাম লিপু (পরিচালক, সামিট স্কুল অ্যান্ড কলেজ) এবং মোহাম্মদ আকতার উদ্দিন বিপ্লব (প্রধান শিক্ষক, শেরপুর ডি. জে. হাইস্কুল)।

বক্তারা বলেন, “অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই ওষুধ ব্যবহারে সচেতনতা এখন সময়ের দাবি।”
তারা আরও বলেন, “নিয়মিত ব্যায়াম, সাতার কাটা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনই হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স প্রতিরোধের কার্যকর উপায়।”

উপরে